যশোরে বিচারকের প্রত্যাহারের দাবিতে আদালত বর্জনের ঘোষণা

0
412

নিজস্ব প্রতিবেদক : যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) ও কিশোর আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের প্রত্যাহার দাবি করেছে যশোর জেলা আইনজীবী সমিতি।
তাকে প্রত্যাহার করা না হলে ওই আদালত অনির্দিষ্টকালের জন্যে বর্জনেরও ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।
সোমবার দুপুরে আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর বলেন, ‘বিচারক মঞ্জুরুল ইমাম বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আইনজীবীদের সম্পর্কে কটূক্তি ও আমাদের সঙ্গে অসদাচরণ করেন। এছাড়া তিনি বিচারিক মনোভাবও পোষণ করেন না।’
তিনি জানান, দীর্ঘদিন ধরে ওই বিচারক এমন আচরণ করায় আজ সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়।
সভায় ওই বিচারককে প্রত্যাহার করতে সর্বসম্মত আলটিমেটাম দেওয়া হয়। তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আইনজীবীরা তার আদালতে যাবেন না।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শরীফ আব্দুর রাকিবের সভাপতিত্বে জরুরি সাধারণ সভায় অন্যদের মধ্যে সাবেক সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস, সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম, সালাহউদ্দিন স্বপন, মাহবুব আলম বাচ্চু, অ্যাডভোকেট আবু মুরাদ, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর প্রমুখ বক্তৃতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here