যশোরে বিজিবি’র হাতে ইউএসএ ডলার ও ভারতীয় রুপীসহ এক নারী গ্রেফতার

0
415

বিশেষ প্রতিনিধি : যশোর ৪৯ বিজিবি’র একটি টহলদল শনিবার রাতে যশোর বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোষ্টে ঢাকা গামী দেশ ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ৪০ হাজার ৪শ’ ইউএস এ ডলার ও ১৩ লক্ষ ভারতীয় রুপী উদ্ধার করেছে। এসময় ১জন স্বর্ণ ও হুন্ডি পাচারকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী হচ্ছে, সুরাইয়া বেগম (৫০), স্বামী-মোঃ শাহ আলম, ঠিকানা-হাউজ নং ৪১, রোড নং ৯, তুরাগ, উত্তরা, ঢাকা।
যশোর ৪৯ বিজিবি’র সূত্রে জানাগেছে,শনিবার রাত ৯ টায় বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ঢাকা গামী দেশ ট্রাভেলস এর যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ব-১৪-৮৮১৬) আমড়া খালী চেকপোষ্টে পৌছালে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশী কার্যক্রম শুরু করে। এ সময় উক্ত নারী সুরাইয়া বেগমকে গ্রেফতার করে। পরে তার দখল হতে আমেরিকান ডলার ও ভারতীয় রুপী যা বাংলাদেশের ৪৯লাখ ৯৪ হাজার টাকার সমান উদ্ধার করে। গ্রেফতার হওয়ার পর তিনি প্রাথমিকভাবে জানান,সুরাইয়া বেগম নিয়মিত ভারত,মালয়েশিয়া,সিঙ্গাপুর এবং সৌদিআরবে যাতায়াত করে। ইতিমধ্যেই তিনি ভারতে প্রায় ১২ বার মালয়েশিয়ায় ৭ থেকে ৮ বার,সিঙ্গাপুরে ৬ থেকে ৭ বার ও সৌদি আরবে ২ থেকে ৩ বার যাতায়াত করেছেন। তিনি স্বর্ণ পাচারের সাথে জড়িত বলে বিজিবি প্রাথমিকভাবে ধারণা করেছেন। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মামলা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here