বিশেষ প্রতিনিধি : ৪৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের সদস্যরা শনিবার বিকালে বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ১ কোটি ৪০লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী কাপড়সহ আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার দক্ষিণ রুপসী গামের আবু সাঈদের ছেলে।
বিজিবি সূত্রে জানাগেছে,শনিবার বিকেল ৫ টায় গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ভারতীয় জামদানি ও বেনারশি শাড়ীসহ ১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত শাড়ী কাপড়ের ব্যাপারে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে বিজিবি দাবি করেছে। গ্রেফতারকৃত আরিফুল ইসলামকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে চোরাচালানী আইনে মামলা দায়ের করা হয়।
Home
আইন ও অপরাধ যশোরে বিজিবি কর্তৃক ভারতীয় বেনারসি ও জামদানি শাড়ী বিপুল পরিমানের শাড়ীকাপড়সহ গ্রেফতার-১