যশোরে মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা করে নিরাপত্তাহীনতায় রয়েছে একটি পরিবার

0
349

বিশেষ প্রতিনিধি: যশোর চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস সালাম ওরফে আশরাফ আলী নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে পরিবার পরিজন নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন । তিনি যশোরে আহত অবস্থায় এসে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন । সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ২৯ এপ্রিল আশরাফ আলী নগদ তিন লাখ ৮৫ হাজার টাকা নিয়ে চৌগাছা বাজারে যাচ্ছিলেন। পথে সুখপুকুরিয়া গ্রামের ঠাকুরদরগা এলাকায় একই গ্রামের মাবুদ মিয়া ও তার সহযোগী সন্ত্রাসীরা আশরাফ আলীর হাত ও পায়ের রগ কেটে টাকা লুট করে নেয়। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী সালমা বেগমকেও মারপিট করা হয়। গুরুতর আহত আশরাফ আলীকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা নেন তিনি। এ ঘটনার পরদিন আশরাফ আলীর ছোট ভাই ইসরাফিলের স্ত্রী সাবিনা খাতুন চৌগাছা থানায় একটি মামলা করেন। তবে ঘটনার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও মিলন নামে মাত্র একজন আসামিকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তাও সে আবার আদালত থেকে জামিনে বেরিয়ে এসেছে। হামলাকারী সন্ত্রাসীরা এখন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তিনি আরো অভিযোগ করে বলেন, আমাদের হত্যা করা হবে বলে  সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। ভয়ে তার ছেলে নবম শ্রেণীর ছাত্র নিশাতের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তার স্ত্রী সালমা বেগম, ছোট ভাই মুনিরুজ্জামান, ভাইয়ের স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মহিদুল ইসলাম নিশাত ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here