যশোরে মাদ্রাসা ছাত্রীকে অপহণের অভিযোগে মামলা আসামি ৪

0
370

বিশেষ প্রতিনিধি: যশোরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৪ জনকে। এরা হলো মণিরামপুর উপজেলার মহনপুর গ্রামের নুর ইসলামের ছেলে সুজন(১৮), সুজনের মা মাজেদা বেগম (৪০), একই গ্রামের মতলব আলী দুই ছেলে আমিন (২৮) ও হাসান (২৫)।ওই ছাত্রীর মা এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ে (১৬ ) উপশহরের একটি মাদ্রসার আলীম দ্বিতীয় বিভাগের ছাত্রী। আসামিরা তার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকতো। এই কারণে আসামি সুজন তার মেয়ের সাথে কথাবার্তা বলতো। প্রায় সময় উত্যক্তও করতো। বিষয়টি তিনি জানতে পেরে তাদের বাসা ছেড়ে দিতে বলেন। আসামিরা এই কারণে ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে অপহরণের চেষ্টা করে। একবার চেষ্টা করে ব্যার্থও হয়। পরে তারা তার মেয়ের সাথে সুজনের বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তার মেয়েকে ক্ষতি করার ষড়যন্ত্র করে। গত ৭ আগস্ট তার মেয়ে বাড়ির সামনের দাড়িয়ে ছিল। সন্ধ্যা ৭টার দিকে আসামিরা একটি সাদা রং এর মাইক্রেবাসে করে এসে তার মেয়ে ওই গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। তিনি অনেক স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here