যশোরে যুবলীগ নেতা ম্যানসেল ও তার সহযোগীদের বিরুদ্ধে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে মামলা

0
444

বিশেষ প্রতিনিধি: পূর্ব শত্রুতার কারনে কলেজ ছাত্রকে মারপিট করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে যশোর যুবলীগ নেতা ম্যালসেল ও তার ৪ সহযোগির বিরুদ্ধে যশোর কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন, শহরের শংকরপুর আশ্রম রোড়ের শাহিদ ঢালির ছেলে সোহেল রানা। অন্য আসামিরা হচ্ছে,শহরের আশ্রম রোড়ের টুনুর ছেলে জাফর, জাহিদ ওরফে পোক জাহিদ, হাশেমের ছেলে জসিম, এবং গাছি সামাদের ছেলে ভোলা ও অজ্ঞাত নামা ৩/৪ জন।

বাদী তার দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন, তিনি যশোর এমএম কলেজের আনার্স তৃতীয় বর্ষের ছাত্র। একই সাথে খন্ডকালীন একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া আশ্রম রোডস্থ শান্তি শৃঙ্খলা কমিটির সাধারণ সদস্য। আসামিদের সাথে তার পূর্ব শত্রুতার চলে আসছে। সেই কারনে তাকে বিভিন্ন সময় হুমকি দেয়া হতো। মঙ্গলবার রাত ৯ টায় তিনি চাকরিস্থল থেকে বাড়ি ফিরছিলেন। চৌরাস্তা মোড়ে রাত সোয়া ৯ টায় পৌছালে উল্লেখিত আসামিরা তার গতিরোধ করে এবং ম্যানসেলের হুকুমে অন্যান্য আসামিরা তার লাঠি ও জিআই পাইপ দিয়ে মারপিট শুরু করে। কিল ঘুষি মেরে জখম করে। পরে তার কাছে থাকা বেতনের ২০ হাজার টাকা ও একটি ১১ হাজার ৫শ’ টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here