নিজস্ব প্রতিবেদক :
যশোর সদরের চুড়ামনকাটি রেললাইনের পাশে শপিং ব্যাগে ফেলে যাওয়া জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় এক নারীর সহযোগিতায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। শিশুটি পুরোপুরি সুস্থ আছে বলে পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, চুড়ামনকাটি দাসপাড়ার অঞ্জলী রানী দাস নামের এক নারী সকালে হাঁটতে গিয়ে চৌগাছা সড়কের রেলক্রসিংয়ে একটি শপিং ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগের কাছে গিয়ে দেখতে পান একটা শিশু ব্যাগের ভিতর নড়াচড়া করছে। তিনি দ্রæত শিশুটিকে কোলে তুলে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থালে হাজির হয়ে ওয়ার্ড মেম্বর মাহবুব হাসান রানুর সহযোগিতায় মেয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।
শিশুটি কুড়িয়ে পাওয়া অঞ্জলী বলেন, তিনিই শিশুটির লালন পালন করতে চান। সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এএসআই শাহিন ফরহাদ জানিয়েছেন, শিশুটি পুরোপুরি সুস্থ আছে। এখনও শিশুটির পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর ধারনা ভোরে কেউ শিশুটিকে রেললাইনের পাশে ফেলে রেখে গেছে।