যশোরে শুরু হয়েছে দুদিনব্যাপী দখিনা আম মেলা

0
405

নিজস্ব প্রতিবেদক, যশোর : নিরাপদ আম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে টেকসই বাজার সৃষ্টির লক্ষে যশোরে দুদিনব্যাপী শুরু হয়েছে দখিনা আমের মেলা। যশোর বিডি হল চত্তরে এ মেলা উদ্বোধন করেন প্রখ্যত উদ্যন বিশেষঞ্জ ড. আব্দুর রহিম। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের চেয়রম্যান সাইফুজ্জামান পিকুল। সভাপতিত্ব করেন সিডিসিএস’র ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ ফারজানা মোর্শেদ। অনুষ্ঠন সঞ্চালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শেখ মোর্শেদ জাহান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএসআইডর প্রজেক্ট অফিসার সোমাশ্রী চট্টপাধ্যায়, টিভি উপস্থাপক রেজাউল করিম সিদ্দিকী, যশোরের দৈনিক সত্যপাঠ সম্পাদক হারুন অর রশীদ, কোটচাঁদপুরের আম চাষি আতাউর রহমান বাবলু, যশোর সদর উপজেলা সমবায় অফিসার দিপক কুমার রায় ও কৃষি অফিসার খালেদ সাইফুল্লাহ, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস।
মেলায় যশোর সাতক্ষীরা. মেহেরপুর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলার চাষিরা তাদের উৎপাদিত আম উপস্থাপন করেন। মেলা চলাকালে কৃষি আড্ডা, শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা কর্মসুচি গ্রহন করা হয়েছে। বুধবার মেলার সমাপনী অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here