যশোরে সংবাদ কর্মী আনন্দ দাসের উপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে মামলা

0
492

বিশেষ প্রতিনিধি : সংবাদ কর্মী আনন্দ দাস(৫০) এর উপর হামলার ঘটনায় কোতয়ালি মডেল থানায় সোমবার মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার যশোরের কেশবপুর উপজেলার মাগুরা ডাঙ্গা গ্রামের বর্তমানে যশোর শহরের ষষ্টিতলা পাড়া নওরোজ আলী বাবুলের বাড়ির ভাড়াটিয়া মৃত শিবপদ দাসের ছেলে সংবাদকর্মী আনন্দ দাস বাদি হয়ে অজ্ঞাতনামা ৩জন উল্লেখ করে মামলটি দায়ের করেন।
তিনি মামলায় উল্লেখ করেন,গত ২৩ নভেম্বর বিকেলে তিনি যশোর শংকরপুরস্থ যশোর টার্মিনালের ফিলিং ষ্টেশনের সামনে অবস্থান করছিল। সেখানে প্রথমে অজ্ঞাতনামা ১জন পরে আরো ২ জন দাদা কেমন আছেন বলে জিজ্ঞাসাবাদের এক পর্যায় কথা আছে বলে যশোর মেডিকেল কলেজের পিছনে হরিনার বিলে নিত্যনন্দ বর্মনের মৎস্য ঘেরের পশ্চিম পাড়ে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার সাথে সাথে দূবৃর্ত্তরা পকেট হতে ধারালো চাকু বের করে তার উপর চড়া হয়ে আঘাতের চেষ্টা করলে আনন্দ দাস ঠেকানোর এক পর্যায় নীচে পড়ে যায়। দূর্বৃত্তরা তার পায়ের গোড়ালীতে চাকু দিয়ে আঘাত করে। দূর্বৃত্তরা আনন্দ দাসকে মৃত ভেবে চলে যায়। জখমপ্রাপ্ত অবস্থায় তিনি পড়ে থাকার এক পর্যায় ওই ঘেরের মালিক নিত্যনন্দ বর্মনসহ আশপাশের লোকজন চলে আসলে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। তিনি তার উপর হামলার ঘটনায় স্ত্রী সুস্মিতা গুহসহ কয়েকজনকে স্বাক্ষী করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আনন্দ দাসের উপর হামলার সাথে জড়িত তিন দূর্বৃত্তর কেউ গ্রেফতার হয়নি। আনন্দ দাস দৈনিক প্রতিদিনের কথা এ্যাসাইনমেন্ট এডিটর পদে দায়িত্ব পালন করছেন বলে জানাগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here