যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত

0
94

নিজস্ব প্রতিবেদক : রোববার বিকেলে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক যুবক (২৫) নিহত হয়েছেন। বিকেল সাড়ে ৪ টার দিকে ৪/৫ জনের একদল সন্ত্রাসী ইজিবাইকের ভেতর তাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে ইমরান নামে এক যুবক বিকেল ৪টা ৫০ মিনিটে তাকে যশোর ২৫০ শযা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করে বলেন, মৃত অবস্থায় আনা হয়েছে। অতিরিক্ত রক্ত কারণে তার মৃত্যু হয়েছ।