যশোরে সম্মিলনী-৮৬ সংগঠনের আত্মপ্রকাশ

0
326

প্রেস বিজ্ঞপ্তি : যশোরে সম্মিলনী-৮৬ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। শহরের সম্মিলনী ইন্সটিটিউশনের ৮৬ ব্যাচের ছাত্ররা এ সংগঠনটি গঠন করেছে। প্রাথমিকভাবে সংগঠনের আহবায়ক করা হয়েছে বিদ্যালয়ের প্রদান শিক্ষক মিহির কান্তি সরকারকে। আর সদস্য সচিব করা হয়েছে প্রাক্তণ ছাত্র শেখ মাছুদুর রহমান চুন্নুকে। পাঁচ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রাক্তণ ছাত্র আশরাফুল আলম সেলিম, আব্দুল মফিজ ও সাজ্জাদ গনি খান রিমন।
এ কমিটির এক সভা শুক্রবার রাতে শহরের জেল রোড বেলতলা নকবী ফার্মেসীতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আশরাফুল আলম সেলিম। উপস্থিত ছিলেন, সদস্য সচিব শেখ মাছুদুর রহমান চুন্নু, আব্দুল মফিজ, মীর্জা মতিন হায়দার মিঠু, রফিকুল ইসলাম, তাপস কুমার সাহা, মনিরুল ইসলাম, জাহিদ আহমেদ লিটন, আতিকুর রহমান ডাবলু, মারুফ মোস্তফা মিন্টু, জামাল হোসেন টুটুল প্রমুখ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় সংগঠনের মাসিক সভা আগামী ১৯ মে সম্মিলনী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। একইসাথে রমজান মাসের প্রথম সপ্তাহে ইফতার মাহফিল ও ঈদপূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here