যশোরে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে তিন জনের নামে মামলা

0
386

বিশেষ প্রতিনিধি : যশোরে মুক্তা খাতুন (১৫) নামে অষ্টম শ্রেনী পড়–য়া এক ছাত্রী অপহরণের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মুক্তা শহরতলীর শেখহাটি দক্ষিণ পাড়ার ফজলুর রহমানের মেয়ে। এ ঘটনায় তার মাতা সখিনা খাতুন ৩ জনকে আসাসি করেছেন। আসামিরা হলো, যশোর সদর উপজেলার শেখহাটি দক্ষিণ পাড়ার আকবরের ছেলে সাদ্দাম (২১), এইচএমএম রোড় কাপুড়িয়াপট্টির শাহাজালাল বস্ত্রালয়ের কর্মচারী আরিফ ও সৈকত। কোতয়ালি থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করা হয়েছে, মুক্তা খাতুন শেখহাটি শফিয়ার রহমান মডেল স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী। আসামি সাদ্দাম স্কুলে যাতায়াতের পথে মুক্তা খাতুনকে উত্যক্ত করতো। তাকে বিয়ের প্রস্তাব দিতো। তাদের প্রস্তাবে মুক্তা রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয় সাদ্দাম। সে মুক্তাকে ক্ষতি করার চেষ্টায় থাকে। গত ২৬ জুন রাত ৯টায় মুক্তা খাতুন বাড়ির সামনের রাস্তায় অবস্থান কালে উল্লেখিত আসামিরা দুটি মোটরসাইকেলে করে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অনেক জায়গায় খোঁজ করেও মুক্তাকে পাওয়া যায়নি। মেয়ের সন্ধ্যান না পেয়ে মাতা কোতয়ালি থানায় আসামীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here