যশোরে হত্যা মামলায় এক যুবককে আমৃত্যু সশ্রম ও অর্থদন্ডাদেশ প্রদান

0
446

বিশেষ প্রতিনিধি : বেনাপোলের উত্তর কাগজপুকুর এলাকার ইয়ানুর রহমান হত্যা মামলায় অভিযুক্ত ইব্রাহিমকে আমত্যু সশ্রম ও অর্থদন্ডাদেশ দিয়েছেন। মঙ্গলবার স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। দন্ড-প্রাপ্ত ইব্রাহিম একই গ্রামের মৃত ইউছুফ মুন্সির ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৫ মে সন্ধ্যার পর আসামি ইব্রাহিম ও তার ভাই ইয়াসিনসহ অপরিচিত আরও ২/৩ জনকে নিয়ে ইয়ানুর রহমানের বাড়িতে যান। এসময় তারা বিদেশ যাওয়ার জন্য ইয়ানুরের কাছে দেয়া পাসপোর্ট ও মেডিকেল করার টাকা ফেরত চান। তখন ইয়ানুর তাদের কাছে কয়েকদিন সময় চান। সময় চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইয়াসিনসহ কয়েকজনে ইয়ানুরকে ঝাপটে ধরে আর ইব্রাহিমের কোমরে থাকা ছোরা দিয়ে ইয়ানুরের পেটে আঘাত করে। আহত ইয়ানুরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের ভাই শাহিনুর রহমান বাদী হয়ে ইব্রাহিম, ইয়াছিনসহ অজ্ঞাতনামা আাসামি দিয়ে বেনাপোল বন্দর থানায় মামলা করেন। তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকায় ইব্রাহিমকে অভিযুক্ত এবং তার ভাই ইয়াসিনকে অব্যাহতি চেয়ে ওই বছরের ৯ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন-অর-রশীদ। দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি ইব্রাহিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হলে বিচারক যাবজ্জীবন সশ্রম (আমৃত্যু) কারাদ- এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের বিশেষ পিপি এসএম বদরুজ্জামান পলাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here