যশোরে ১৭ মামলার আসামী সাইদুজ্জামান দাঁতাল বাবুকে পুলিশ অস্ত্রগুলি ও ইয়াবাসহ গ্রেফতার দেখিয়েছে

0
533

বিশেষ প্রতিনিধি : ১৭ মামলার আসামী শহরতলী আরবপুর এলাকার সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবুকে পুলিশ একটি ওয়ান স্যুটারগান ও ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার দেছিয়েছে। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই আবুল হাসান বাদী হয়ে বাবুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা দায়ের করেছে। পুলিশ বাবুকে বুধবার দিবাগত রাত দেড়টায় শহরের আবরপুর এলাকার মেসার্স রহিমা ক্রোকারিজ দোকানের সামনে থেকে আটক দেখালেও বাবুর স্ত্রী আজমিরা খাতুন জবা জানিয়েছেন,বুধবার সকালে বাবুকে সাদা পোশাকে একদল পুলিশ বাড়ি হতে গ্রেফতার করে নিয়ে যায়। বাবু শহরতলী ৮৮৪ বিমানবন্দর সড়কের আরবপুর এলাকার হাশেম আলীর ছেলে।
কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সমীর কুমার সরকার জানান,পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই আবুল হাসানসহ একদল পুলিশ বুধবার দিবাগত গভীর রাত দেড়টায় গোপন সূত্রে খবর পেয়ে সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবুকে উল্লেখিত স্থান থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার দখল হতে একটি ওয়ান স্যুটারগান,১ রাউন্ড গুলি ও ১শ’ পিস ইয়াবা উদ্ধার দেখায়। বাবু নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান নেয় বলে পুলিশ গোপন সূত্রে খবর পান বরে সমীর কুমার সরকার সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে,সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবুর স্ত্রী আজমিরা খাতুন জবা সাংবাদিকদের জানিয়েছেন,বুধবার সকালে একদল সাদা পোশাকে পুলিশ তার বাড়ি হতে এলাকার লোকজনের সামনে থেকে বাবুকে গ্রেফতার করে নিয়ে যায়। বাবুর বিরুদ্ধে অস্ত্র গুলি উদ্ধার ও ইয়াবা উদ্ধারের ঘটনায় আলাদা দু’টি মামলা দায়ের করা হয়। বাবুকে দায়েরকরা দু’টি মামলায় আদালতে সোপর্দ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূর ইসলাম। পুলিশ আরো জানায় বাবু’র বিরুদ্ধে ইতিপূর্বে কোতয়ালি মডেল থানায় ১৭টি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here