যশোরে ৭শ’ ৪ জন মাদক বিক্রেতার বিরুদ্ধে ২শ’ ৯৩টি নিয়মিত মামলা রুজু

0
409

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে গত দু’বছরে ৮ উপজেলা এলাকায় অভিযান

এম আর রকি : যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের দু’টি সার্কেলের সদস্যরা গত দুই বছরে ৭শ’ ৪জন মাদক বিক্রেতার বিরুদ্ধে ২শ’ ৯৩টি মামলা দায়ের করেছে। মোবাইল কোর্টের মাধ্যমে ২২১টি মামলা রুজু করেছেন। এ সময় মাত্র ৫শ’ ২৭ গ্রাম হেরোইন,৪ হাজার ৩শ’ ৪৫ পিস ইয়াবা, ১ হাজার ৮শ’ ৩১লিটার তাঁড়ী,৪ শ’ ৩৫ বোতল বিলাতী মদ,২শ’ ৬৩ লিটার চোলাই মদ,১শ’৮৪ বোতল ও ৩শ’ ৩৯.৩৮ লিটার রেকটিফাইট স্পিরিট, ১শ’ ১১ কেজি গাঁজা,৭শ’ ১৫ গ্রাম গাঁজা ও ৯১টি গাঁজার গাঁছ, ৩শ’ ৮২ বোতল ভারতীয় বাংলা মদ, ৫ হাজার ১শ’ ৪৩ বোতল ফেনসিডিল, বিয়ার ১১০ ক্যান, প্রাইভেট কার ২টি,মোটর সাইকেল ৪টি, নগদ ১লাখ ৩৭ হাজার ৫শ’ মাদক বিক্রির টাকা,জীপ গাড়ী ১টি,৫ রাউন্ড গুলি,২টি ছুরি ও মোবাইল ফোন ১টি জব্দ করেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২০১৫ ও ১৬ সালের জানুয়ারী মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত জেলার ৯ উপজেলা ও পৌর সভা এলাকায় ক ও খ সার্কেলের সদস্যরা পৃথক অভিযান চালায়। গত বছরের জানুয়ারী থেকে ডিসেম্বর মাসে ২০৪টি মামলায় ৩৩২জন মাদক বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ মাসে মোবাইল কোর্টের মাধ্যমে ৮৮টি মামলা রুজু করা হয়েছে। এ সময়ের মধ্যে মাত্র ৪০৭ গ্রাম হেরোইন,২৪৮২ পিস ইয়াবা, ১৩৬৪ লিটার তাঁড়ি, ১৭৫ বোতল বিলাতী মদ ৪লিটার লুজ বিলাতী মদ,২৫০ লিটার চোলাই মদ,৫৬ বোতল,১৪৪ লিটার রেকটিফাইট স্পিরিট,৯৯ কেজি ১৫৫ গ্রাম ও ৯০টি গাঁজার গাছ,১২৪ বোতল ভারতীয় বাংলা মদ,২৫৯০ বোতল ফেনসিডিল,১১০ ক্যান বিয়ার,১টি প্রাইভেট কার,১টি মোটর সাইকেল ,মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫শ’ টাকা,৫ রাউন্ড গুলি,২টি ছুরি ও ১টি মোবাইল ফোন জব্দ করে। অপর দিকে, ২০১৫ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অভিযান চালিয়ে ৩৭২ জন মাদক বিক্রেতার বিরুদ্ধে ৮৯টি মামলা দায়ের করেন। এ সময় ১৩৩টি মোবাইল কোর্টের মাধ্যমে মামলা দায়ের করা হয়। এ সময়ের মধ্যে ২৫৫৩ বোতল ফেনসিডিল,মাত্র ১২০ গ্রাম হেরোইন, ১৮৬৩পিস ইয়াবা,২৬০ বোতল বিলাতী মদ, ১২ কেজি,৬শ’ গ্রাম ও ১টি গাঁজার গাছ,২৫৮ বোতল ভারতীয় বাংলা মদ, ১২৮ বোতল আর,এস,স্পিরিট,১৯৫.৩৮ লিটার আর,এস স্পিরিট, ১৩ লিটার চোলাই মদ, ৪৬৭ লিটার তাঁড়ী,১টি প্রাইভেট কার, ১টি জীপ গাড়ী,৩টি মোটর সাইকেল,১টি ট্রাক ও নগদ মাদক বিক্রির ১লাখ ২৭ হাজার টাকা জব্দ করে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here