আইন ও অপরাধআলোচিতখুলনার খবরযশোর যশোরে ৯ কেজি স্বর্ণসহ প্রাইভেটকার জব্দ By magpie news - February 14, 2023 0 68 Share on Facebook Tweet on Twitter tweet নিজস্ব প্রতিবেদক : যশোরে রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে ৯কেজি স্বর্ণসহ প্রাইভেটকার জব্দ করেছে বিজিবি সদস্যরা। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি অধিনায়ক শাহেদ মিনহাজ ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে রাত ৮টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিজিবি।