যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সপ্তাহব্যাপী সেবা কার্যক্রমের উদ্বোধন

0
645

বিশেষ প্রতিনিধি : যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর বলেছেন,বর্তমান সরকার ডিজিটাল পদ্ধতিতে মানুষকে সকল সেবা পৌছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পাসপোর্ট সেবা দেয়ার এটি নতুন উদ্যোগ। মানুষ যাতে পাসপোর্ট করতে কোন ভোগান্তির শিকার না হয় তার জন্য সরকার এই ডিজিটাল উদ্যোগ গ্রহন করেছেন। রোববার সকালে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট নাগরিক অধিকার নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার এ স্লোগান সামনে রেখে সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য করছিলেন । উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপ-পরিচালক মো: জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে জাতীয় গোয়েন্দা শাখা যশোর জেলার উপ-পরিচালক মো: নাছির গাজী বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের নেতা মো: খয়রাত হোসেন,স্থানীয় কাউন্সিলর আজিজুল ইসলাম ও গোলাম মোস্তফা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-পরিচালক জানান,সেবা সপ্তাহ চলাচালীন ফরম পূরণে সহযোগিতা, অনলাইনে ব্যাংক ফি প্রদানে বুথ স্থাপন, ডাটা এন্ট্রি, ছবি তোলা ও পাসপোর্ট বিতরণে নারী-পুরুষদের পৃথক ব্যবস্থা করা, অসুস্থ ও প্রবীনদের দ্রুত সেবা প্রদান ও বিদেশে অবস্থানরতদের সাত দিনের মধ্যে পাসপোর্ট পৌছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া,কার্যালয়ের অভ্যন্তরে হেল্প ডেক্স স্থায়ী ভাবে থাকার কথা জানিয়েছেন। হেল্প ডেক্সের মাধ্যমে পাসপোর্ট করতে আসা সকলে হয়রানী ছাড়া যাতে পাসপোর্টের সকল সুবিধা পান তার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহন করা হয়েছে। উপ-পরিচালক ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপ-সহকারি পরিচালক মো: নাজমুল আহসান কবীরসহ অফিসের অন্যান্য কর্মচারী,বিভিন্ন পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়া ও পাসপোর্ট সেবা নিতে আসা বিভিন্ন বয়সের নারী পুরুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here