যশোর ইনস্টিটিউট স্বাধীনতা মঞ্চ জেলা প্রশাসকের পরিদর্শন

0
437

বিশেষ প্রতিনিধি: বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় যশোর ইনস্টিটিউট স্বাধীনতা মঞ্চ পরিদর্শন করেন যশোর জেলা প্রশাসক ও যশোর ইনস্টিটিউট সভাপতি আশরাফ উদ্দিন । এসময় উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সহ-সভাপতি এ্যাডঃ আবু সেলিম রানা, সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, সহ: সাধারণ সম্পাদক রওশন আরা রাসু, ক্রীড়া সম্পাদক মোঃ আঃ হামিদ চাকলাদার ইদুল, শিশু চিত্ত বিনোদন কেন্দ্রের সম্পাদক কাজী লুৎফুন্নেসা, সদস্য কবি কাসেদুজ্জামান সেলিম প্রমুখ ।
উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশের প্রবাসী সরকারের প্রথম জনসভা হয়েছিলো এই মঞ্চে। জনসভাটি হয় ১৯৭১ সালের ১১ ডিসেম্বর। প্রথম শত্রুমুক্ত জেলা যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠের উন্মুক্ত মঞ্চে সেদিন জনসভায় ভাষণ দেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদসহ মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। মুক্ত বাংলার প্রথম এ জনসভায় প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সমবেত জনতার উদ্দেশে বলেছিলেন, ‘আর ধ্বংস নয়, যুদ্ধ নয়। এই মুহূর্তে কাজ হলো যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলা।’ সেদিন তিনি সর্বস্তরের মানুষকে স্বাধীনতা যুদ্ধের চেতনায় দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছিলেন।
অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামসহ জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফণিভূষণ মজুমদার, রওশন আলী, মোশাররফ হোসেন, তবিবর রহমান সরদার, এম আর আকতার মুকুল, জহির রায়হান সহ ৃরো অনেকে। মুক্ত স্বদেশের মাটিতে অনুষ্ঠিত প্রথম এ জনসভার খবর সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক পিটার গিল, নিউইয়র্ক টাইমস পত্রিকার সিডনি এসএইচ সানবার্গ, ওয়াশিংটন পোস্ট’র প্রতিনিধিসহ বহু বিদেশি সাংবাদিক।
প্রবাসী সরকারের প্রথম জনসভা অনুষ্ঠিত হওয়ার কারণে মঞ্চটি ইতিহাসের অংশ হয়ে রয়েছে। স্বাধীনতার স্বারক বহনকারী ও ঐতিহাসিক মঞ্চটি যশোর ইনস্টিটিউট সংস্কারের উদ্যোগ নিয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here