যশোর কোতয়ালি মডেল থানায় মামলা রেকর্ড ছাড়িয়ে এক মাসে দাঁড়িয়েছে ২০৬

0
372

এম আর রকি, (যশোর): যশোর জেলার শীর্ষ থানা কোতয়ালি মডেল থানায় রেকর্ড পরিমানের এজাহার নথিভূক্ত হয়েছে। গত মে মাসে অত্র থানায় ২০৬টি মামলা রের্কড করা হয়েছে। এর মধ্যে সিংহভাগই মাদক আইনে।
কোতয়ালি থানা সূত্রে জানাগেছে,চলতি বছরে যশোর জেলায় যে ক’টি থানা রয়েছে তার মধ্যে কোতয়ালি মডেল থানা মামলা নথিভূক্তিতে সর্বাধিক অবস্থানে থাকে। প্রতিমাসে অত্র থানায় দেড়শ’ থেকে একশ’ ৯০টি মামলা নথিভূক্ত হলেও মে মাসে রেকর্ড ছাড়িয়ে দু’ শত অতিক্রম করেছে। রেকর্ডকৃত মামলার মধ্যে মাদক মামলার পরিমান দেড়শ’ শতাধিক বাদ বাকী মামলা হত্যা,মানব পাচার,নারী ও শিশু নির্যাতন দমন,রাজনৈতিক,ডাকাতি প্রস্তুুতি,চুরিসহ অন্যান্য কারনে। কোতয়ালি মডেল থানায় খোঁজ নিয়ে জানাগেছে,মে মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত ২শ’ ৬ টি মামলা রেকর্ড করা হয়। মামলা গুলির মধ্যে মাদক আইনে মামলার ছড়াছড়ি। সিংহভাগই মামলা মাদক আইনের। মাদক মামলা বাদ দিলে কোতয়ালি থানায় মামলা রেকর্ড অর্ধশত’র মধ্যে নেমে আসবে।সূত্রগুলো বলেছে,মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে অধিকাংশ। মাদকদ্রব্যসহ পুলিশ গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করলেও অন্যান্য মামলার ভবিষৎ অন্ধকার। কোতয়ালি থানায় বর্তমানে প্রতিদিন মামলা হচ্ছে কমপক্ষে ৭ থেকে ১২টি। প্রায় প্রতিদিন মাদক মামলায় থানা ব্যস্ততম অবস্থায় চলে।সূত্রগুলো আরো জানিয়েছে, বর্তমানে কোতয়ালি মডেল থানায় যে সব এসআই রয়েছে তাদের একেক জনের নামে মাদক মামলা তদন্তর দায়িত্ব রয়েছে প্রায় ২০টির অধিক। মাদক মামলায় জর্জরিত এসআইগনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here