যশোর চুড়ামনকাটিতে ডাকাতি প্রস্তুতিকালে এক ডাকাত গ্রেফতার ॥ দু’টি রামদা উদ্ধার

0
370

বিশেষ প্রতিনিধি : শনিবার সন্ধ্যারাতে যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিংয়ের অদূরে এসএসবি ব্রিকসের সামনে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশ সোহাগ হোসেন নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে। সে সাতক্ষীরা জেলার পলাশপোল গ্রামের মোমিম মিস্ত্রির ছেলে। এ সময় পুলিশ ২টি রামদা উদ্ধার করেছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই হামিদুর রহমান কোতয়ালি থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পান যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিং সংলগ্ন এসএসবি ব্রিকস ইটভাটার সামনে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৭ টায় ডিবি’র উক্ত টিম ঘটনাস্থলে পৌছালে ডাকাতেরা পুলিশের উপস্থিতি টেরপেয়ে দ্রুত পালাতে থাকে। পুলিশ ধাওয়া করে। এ সময় সোহাগ হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখল ও ডাকাতদের ফেলে যাওয়া দু’টি রামদা উদ্ধার করে। উক্ত এসআই এজাহারে আরো জানান,ধৃত ডাকাত সোহাগ হোসেনের স্বীকারোক্তি মোতাবেক তার সাথে থাকা যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের কমলাপুর গ্রামের মৃত দুদুল বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম,বাগডাঙ্গা সরদার বাগডাঙ্গা গ্রামের মৃত সবদেল মন্ডলের ছেলে সেলিম হোসেন,ঝাউদিয়া পূর্ব পাড়ার মৃত ফজের আলী সরদারের ছেলে মেহের আলী,চুড়ামনকাটি উত্তর পাড়ার আলিমের ছেলে সুমনসহ অজ্ঞাতনামা ৫/৬জন ছিল।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here