যশোর চৌগাছায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে উপজেলা সভাপতির পিতাসহ আহত তিন

0
385

বিশেষ প্রতিনিধি: যশোরের চৌগাছায় ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের মারামারিতে উপজেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেনের পিতা আব্দুল খালেক (৫০), উপজেলা সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন বিদ্যুৎ এবং শামীম হোসেন নামে এক কর্মী আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনার জেরে মঙ্গলবার সকালে চৌগাছা ডিগ্রি (সদ্য জাতীয়করণকৃত) কলেজে ছাত্রলীগ কর্মী শামীমকে মারপিট করে প্রতিপক্ষ গ্রুপের উপজেলা সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন বিদ্যুৎ ও তার সঙ্গীরা। খবর পেয়ে শামীমের পিতা উপজেলা যুবলীগ নেতা ও পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোস্তফা ও তার সঙ্গীরা কলেজে গিয়ে পারভেজকে বেধড়ক মারপিট করে। এ ঘটনার জের ধরে পারভেজের সমর্থকরা লাঠিসোটা নিয়ে শহরের ধনী প্লাজায় গিয়ে প্রতিপক্ষকে খুজতে থাকে। সেখানে ছাত্রলীগের কাউকে না পেয়ে জেলা ছাত্রলীগের অনুমদিত উপজেলা কমিটির সভাপতি ঈব্রাহিম হোসেনের পিতা আব্দুল খালেককে বেদম মারপিট করে এবং দলীয় পোস্টার ও ফেস্টুন ছিড়ে ফেলে কয়েকটি দোকানের সার্টার ভাংচুরের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহত ছাত্রলীগ সভাপতির পিতা আব্দুল খালেক ও পারভেজ হোসেনকে চৌগাছা হাসপাতালে নেয়া হলে আব্দুল খালেককে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। পারভেজ হোসেন বিদ্যুৎ চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া শামীম প্রাথমিক চিকিৎসা নিয়েছে। শহরের ধনী প্লাজা এবং হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। চৌগাছা থানার সেকেন্ড অফিসার আকিকুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য চৌগাছায় দুই বছর ধরে উপজেলা ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি রয়েছে। জেলা ছাত্রলীগের অনুমোদিত কমিটির সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন বিদ্যুৎ পক্ষ পরিবর্তন করে স্থানীয় এমপি সমর্থিত বিদ্রোহী কমিটির সাথে রাজনীতি করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here