যশোর জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫শ’ ডিভাইজ প্রদান

0
428

বিশেষ প্রতিনিধি : যশোর জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের পরীক্ষার জন্যে ৫শ’ পিস ডিভাইজ দিয়েছেন পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। বুধবার বিকেলে মেয়রের কার্যালয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটুর হাতে এ ডিভাইজ তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সন্তোষ দত্ত, গোলাম মোস্তফা, আজিজুল ইসলাম, রাশেদ আব্বাস রাজ প্রমুখ।
এদিন ২৪ ঘন্টার ব্যবধানে যশোর হাসপাতালে ভর্তি হয়েছে ২১ ডেঙ্গু রোগী। সকাল ৮ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৮টি উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৩০ রোগী এ রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত জেলায় মোট ৭১৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭৩ জন। আর বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন। সরকারি হাসপাতালে এ পর্যন্ত ৪৯৫ রোগী চিকিৎসা নিয়েছেন। ইতিমধ্যে ৩৮৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here