যশোর নারী অপহরনের অভিযোগে মামলা

0
322

বিশেষ প্রতিনিধি : প্রকাশ্যে যশোর শহরতলী খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন চৌগাছা কাউন্টারের সামনে থেকে রুমিচা নামে এক নারীকে অপহরণের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে,ঝিনাইদহ জেলা সদরের বেড়াশুলা গ্রামের সায়েম মন্ডলের ছেলে নুরু মিয়াসহ অজ্ঞাতনামা ২/৩জন।
যশোরের বাঘারপাড়া উপজেলার মৃত সিদ্দিক মোল্যার ছেলে বর্তমানে উপশহর ই ব্লক মেরীর বাড়ির ভাড়াটিয়া রিয়াজুল ইসলাম বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন,তার বোন রুমিচা খাতুন ২০ নভেম্বর সকালে যশোর উপশহর খাজুরা বাসস্ট্যান্ড চৌগাছা কাউন্টারের সামনে অবস্থান করে। ঢাকায় যাওয়ার জন্য বাড়ি হতে বের হয়ে উল্লেখিত স্থানে সকাল ১০ টায় পৌছালে নুরু মিয়াসহ অজ্ঞাতনামা ২/৩জন ঢাকায় যাওয়ার কথা বলে ফুসলিয়ে সাদা রংয়ের মাইক্রোবাসে তুলে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর থেকে রুমিচা খাতুনের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। নুরু মিয়া রিয়াজুল ইসলামের বাড়িতে পূর্ব পরিচয়ের সূত্রধরে রুমিচা খাতুনকে বিয়ের প্রস্তাব দেয়। রুমিচা প্রত্যাখান করায় অপহরনের হুমকী দিয়ে আসছিল। রুমিচা খাতুনের ঢাকায় গার্মেন্টেসে চাকুরী হওয়ায় সে ঢাকার উদ্দেশ্যে ওই দিন বাড়ি হতে বের হয়ে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here