যশোর পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের অভিযানে মাদকসহ গ্রেফতার-১১

0
472

বিশেষ প্রতিনিধি: কোতয়ালি থানা,সাজিয়ালী পুলিশ ক্যাম্প,জেলা গোয়েন্দা শাখা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে হেরোইন,ইয়াবা,ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার করেছে।

গত ১২ ঘন্টার ব্যবধানে এদেরকে গ্রেফতার করে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার ভাতুড়িয়া পশ্চিম পাড়ার মুনতাজ দর্জির ছেলে হাফিজুর রহমান,নড়াইল জেলার সদর উপজেলার শিম্বা ষোলপুর বর্তমানে যশোর শহরের বকচর হুশতলার মৃত আমির হোসেনের ছেলে শহিদুল ইসলাম,সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের বর্তমানে বাগডাঙ্গা বান পুকুর পাড়ের মতিয়ার রহমানের ছেলে মুরাদ আলী, বাঘার পাড়া উপজেলার খলশী গ্রামের মৃত গফুর মোল্যার ছেলে রিজাউল ইসলাম  ওরফে সেলিম রেজা ওরফে শান্ত,যশোর শহরের বকচর হুশতলার মৃত আলতাফ গাজীর ছেলে মনিরুল ইসলাম,চাঁচড়া রায়পাড়া (রাজ্জাক মাওলানার গলি)  দেলোয়ার হোসেনের স্ত্রী শেফালী,সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে আব্দুল্লা,যশোরের অভয়নগর উপজেলার মাগুরা (পঁচা মাগুরা) ইসমাইল হেসেনের ছেলে ফিরোজ আলম,খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের বর্তমানে শহরের বেজপাড়া তালতলা কবরস্থানের মেইন গেটের পাশে মৃত কেরামত আলীর ছেলে আকবর মোল্লা,যশোরের শার্শা উপজেলার শংকরপুর গ্রামের বর্তমানে যশোর শহরের মোল্যাপাড়া আমতলা রেজাউল কসাইয়ের বাড়ির পাশে আলতাফ হোসেনের ছেলে জিয়ারুল শেখ ও সদর উপজেলার রসুল পুর পূর্ব পাড়ার মৃত ইসহাকের ছেলে ফারুক হোসেন।

কোতয়ালি থানার এসআই আমিনুর রহমানসহ একদল পুলিশ বুধবার রাত সোয়া ৯ টায় রসুলপুর গ্রামের ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১শ’ গ্রাম হেরোইন,১৯৫পিস ইয়াবাসহ ফারুক হোসেনকে গ্রেফতার করে। এসময় বিল্লাল হোসেন ওরফে মেম্বর ও টুটুল হোসেন পালিয়ে যায়।এএসআই মুন্সী আবু জাফর বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টায় চৌরাস্তা মোড় বনফুল বেকারীর সামনে থেকে জিয়ারুল শেখকে ১৫০ গ্রাম গাঁজাসহ,ডিবি’র একটি  টিম বুধবার বিকেল সাড়ে ৫ টায় বসুন্দিয়া মোড় থেকে ফিরোজ আলমকে ৫০ গ্রাম গাঁজাসহ,কোতয়ালি থানার এসআই দেবাশীষ রায় বুধবার সন্ধ্যা সোয়া ৭ টার পর রেলরোড সোনালী ব্যাংকের  সামনে থেকে আকবর মোল্লাকে ৫ বোতল ফেনসিডিল,এসআই মোল্লা মিরাজ মোসাদ্দেক বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টায় শহরের আরএনরোড ঢাকা ব্যাংকের সামনে থেকে রিজাউল ইসলাম ওরফে সেলিম রেজাকে ৫২ পিস ইয়াবা,এসআই শেখ হাবিবুর রহমান সকাল সাড়ে ১০ টায় রেলরোড সোনালী ব্যাংকের সামনে থেকে মনিরুল ইসলামকে ২১পিস ইয়াবা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের  ক সার্কেলের সদস্যরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শেফালীকে ১শ’ পিস ইয়াবা,কোতয়ালি থানার এএসআই মিজানুর রহমান সকাল সাড়ে ১০ টায় কানাইতলা যাত্রী ছাউনীর সামনে থেকে আব্দুল্লাকে ১শ’ গ্রাম গাঁজা,সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা সকাল সোয়া ১০ টায় বাগডাঙ্গা বাবু বাজারের পশ্চিম পাশ থেকে মুরাদ আলীকে ১শ’ গ্রাম গাঁজা, কোতয়ালি থানার এসআই মোকলেছুজ্জামান সকাল সোয়া ১১ টায় চৌরাস্তা মোড় ইসলামী ব্যাংকের সামনে থেকে শহিদুল ইসলামকে ৩শ’ গ্রাম গাঁজা ও কোতয়ালি থানার এএসআই শফিকুল ইসলাম সকাল সাড়ে ১০ টায় রেলগেট পুরাতন বেনাপোল বাসস্ট্যান্ডের সামনে থেকে হাফিজুর রহমানকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here