যশোর বোর্ডে পাসের হার ৭০.০২%, কমেছে জিপিএ-৫ ।। শতভাগ পাশ ৪১ ফেল ৪

0
386

নিজস্ব প্রতিবেদক : এইচএসসিতে যশোর শিক্ষাবোর্ডে কমেছে পাশের হার ও জিপিও-৫ এর সংখ্যা। গতবারের চেয়ে এ বছর পাশের হার কমেছে ১৩ দশমিক ৪২ ভাগ। এ বছর পাশের হার ৭০ দশমিক ০২ ভাগ। গত বছর এ হার ছিল ৮৩ দশমিক ৪২ ভাগ। একই সাথে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ২ হাজার ১৩৯জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৪৭ জন। গত বছর এ সংখ্যা ছিল ৪ হাজার ৫৮৬জন।

দুপুর ১টায় যশোর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে পরীক্ষ নিয়ন্ত্রক বলেন, এ বছর যশোর বোর্ডে ইংরেজি, গণিত, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান ও মনোবিজ্ঞানের দুটি পত্রের মধ্যে একটি করে পত্রের উত্তর শিক্ষার্থীরা ঠিকমত দিতে পারিনি। তাই দুই পত্র মিলে পাশ করলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বাড়েনি। এছাড়া গত বছর প্রায় ৪০ হাজার অনিয়মিত শিক্ষার্থী থাকায় সার্বিক ফলাফল ভালো হয়েছিল। এ বছর অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় পাশের হার বাড়েনি।
ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন, কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রকিবুল ইসলাম।
এ বছর এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৯৫ হাজার ৬৯২জন। এরমধ্যে পাশ করেছে ৬৭ হাজার ২ জন। এরমধ্যে ৩৩ হাজার ৮০৮জন ছেলে ও ৩৩ হাজার ১৯৪জন মেয়ে।
যশোর বোর্ডের ৪টি কলেজ থেকে একজনও পাশ করেনি। এছাড়া এ বোর্ডের শতভাগ পাশকরা কলেজের সংখ্যা ৪১জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here