যশোর মুক্ত দিবস উদযাপিত

0
217

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে যশোর ‘মুক্ত দিবস’।

মহান মুক্তিযুদ্ধে ৬ ডিসেম্বর দেশের প্রথম জেলা হিসেবে যশোর মুক্ত হওয়ায় দিবসটিতে প্রতিবছরের মতো ছিল না কোনো আড়ম্বরতা। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ‘ঐতিহাসিক যশোর মুক্ত দিবসে’ যশোরের সকল শ্রেণির মানুষ রাস্তায় নেমে জাকজমকভাবে পালন করতে পারেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ঘরে বসে দিবসটির ঐতিহাসিকতা এবং স্বাধীনতার মহানায়কদের শ্রদ্ধাভরে শ্রদ্ধা জানিয়েছেন হৃদয় থেকে। করোনা সংক্রমণ এড়াতে জেলা প্রশাসন যশোর ও মুক্তিযুদ্ধের কয়েকটি সংগঠনগুলো স্বল্পপরিসরে উদযাপন করেছে যশোর মুক্ত দিবসটি।

রোববার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি এবং উপপ্রধান রবিউল আলমের নেতৃত্বে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা জাসদ, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শিল্পকলা একাডেমি যশোর, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যশোর মুক্ত দিবসের আলোচনাসভা প্রধান অতিথি ছিলেন যশোর ২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। এই বাংলাদেশকে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে আমাদের উন্নয়ন এবং অগ্রগতির ধারা ধরে রাখতে হবে। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, উপপ্রধান রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ, মুযহারুল ইসলাম মন্টু, শহীদ কর্নেল জামিল স্মৃতি সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলাহ, জেলা শিক্ষা অফিসার আব্দুল খালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওহিদুল আলমসহ সরকারি বিভিন্ন দফতরের প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।