যশোর শহরে ছয় মেধাবী শিক্ষার্থী অপহরণের ঘটনায় অভিভাবকদের মধ্যে আতংক বিরাজ

0
400

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন জ্যোতিময় টিচার কোচিংয়ের ৬ মেধাবী শিক্ষার্থীকে অপহরণ পূর্বক কাজীপাড়া ডায়মন্ড প্রেসের অদূরে গলিতে নিয়ে আটকে রাখার খবর পাওয়া গেছে। ঘটনাটি অপহরণ হওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে দারুণ আতংক সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থীর অভিভাবক জানান,গত ১৮ মে বিকেল ৬ টায় জ্যোতিময় টিচার কোচিং থেকে মাহিন,রাজিন,সামিউল,অভিষেক,জুনায়েদ ও শাকিব বের হন। তারা চলতি বছরে যশোর পুলিশ লাইন্স স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ লাভ করেন। তারা ঘটনার দিন বের হওয়ার পর শহরের আজিজ সিটি এলাকার বাসিন্দা তাহসিনসহ অজ্ঞাতনামা আরো ৩/৪জন যুবক কোচিং থেকে বের হওয়া ৬ শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে কাজীপাড়া ডায়মন্ড প্রেস পার হয়ে গলিতে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর তাহসিন শিক্ষার্থীদের জানান,তাদের বড় ভাই কাজলের সাথে দেখা করতে হবে। উক্ত গলিতে দেড় ঘন্টা আটকে রাখার পর এক শিক্ষার্থীর মাতা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান। সন্ধ্যারাত সাড়ে ৭ টার সময় ঘটনাস্থলে পৌছে ৪ শিক্ষার্থীকে গ্রহন করে নিয়ে আসেন। বাকী দু’জনকে উক্ত সন্ত্রাসী যুবকেরা ছেড়ে দেন। বড় ভাই কাজল না আসায় অপহরণকৃত শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার ঘটনাটি শিক্ষার্থীদের অভিভাবকেরা ঘটনার সন্ধ্যারাতে পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন। তিনি জেলা গোয়েন্দা শাখাকে অবহিত করেন। পরবর্তীতে এ ঘটনায় কেউ গ্রেফতার কিংবা মামলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here