যশোর শহরে বেজপাড়া থেকে শিশু অপহরণের ৮মাস পর থানায় মামলা

0
425

বিশেষ প্রতিনিধি: শত্রুতা বশত পবিত্র দাস (১৪) নামে এক কিশোরকে সন্ধ্যারাতে শহরের বেজপাড়া বনানী রোড এলাকা থেকে অপহরণের ৮ মাস পর বাপ ছেলেসহ অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিশোরের মাতা ঊষারানী দাস বাদি হয়ে বুধবার কোতয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে যশোর সদর উপজেলার সিরাজ সিঙ্গা গ্রামের বর্তমানে যশোর শহরের বেজপাড়া বনানী রোড তালতলা মালেক মিয়ার বাড়ির ভাড়াটে মৃত ফকির চন্দ্র দাসের ছেলে কৃষ্ণপদ দাস ও তার ছেলে অনন্ত দাসসহ অজ্ঞাত নামা ২/৩জন।
সদর উপজেলার সিরাজ সিঙ্গা গ্রামের বিরেন দাসের স্ত্রী ঊষা রানী দাস কোতয়ালি মডেল থানায় বুধবার দায়েরকৃত এজাহারে বলেছেন, আসামীদ্বয় প্রতিবেশী হওয়ায় তারা বাড়িতে ও বাড়ির আসে পাশে অবস্থান করে শিশু ছেলের সাথে কথাবার্তা বলতো। বিষয়টি লক্ষ্য করে আসামীদের শিশু ছেলের সাথে কথা বার্তা বলতে নিষেধ করি। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা অপহরণের হুমকী দেয়। গত ১২ এপ্রিল রাত আনুমানিক ৮ টায় পবিত্র দাসকে প্রয়োজনে দোকানে পাঠায়। মায়ের কথা মতো পবিত্র দাস দোকানের উদ্দেশ্যে গিয়ে রাত ৮ টা বেজে ৫ মিনিটের সময় বেজপাড়া বনানী রোড তালতলা পাকা রাস্তার উপর পৌছালে উক্ত আসামীসহ অজ্ঞাতনামা আরো ২/৩জন সন্ত্রাসী মাইক্রোবাস যোগে শিশু পবিত্র দাসকে জোর পূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি এলাকা বাসীরা দেখেছে। এ ব্যাপারে আসামীদের দখল হতে শিশু ছেলেকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে থানায় এজাহার দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here