যশোর শহরে সরকারি সম্পত্তিতে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

0
658

বিশেষ প্রতিনিধি : সরকারি সম্পত্তিতে গড়ে ওঠা একটি বাড়ি দখলের চেষ্টার অভিযোগে কোতয়ালি থানায় সাধারণ ডাইরীভূক্ত করা হয়েছে। ঘটনাটি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকায়। ওই এলাকার মৃত আব্দুর রশিদ মীরের ছেলে লাহোর মীর বৃহস্পতিবার বিকেলে কোতয়ালি থানায় দায়েরকৃত সাধারণ ডাইরীতে বলেছেন, তিনি দীর্ঘ ৩০ বছর পূর্বে অত্র এলাকায় সরকারি পরিত্যক্ত সম্পত্তি ২২৪/৭৩ নং বাড়িতে স্ত্রী পরিজন নিয়ে বসবাস করে আসছে। তিনি উক্ত সম্পত্তি নিজ নামে লীজ গ্রহনের জন্য যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের এসএ শাখায় আবেদন করে। আবেদন করার খবর পেয়ে প্রতিবেশী মৃত আব্দুল হাইয়ের ছেলে শাহাজান বাবু ও তার স্ত্রী মোছাঃ মোমতাজসহ তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে বাড়িটি দখলের চেষ্টা করে। এমনটি প্রাণ নাশের হুমকী দিতে থাকে। প্রতিবেশী দখলবাজ শাহাজান বাবু ও তার স্ত্রীর বিরুদ্ধে ইতিপূর্বে কোতয়ালি থানায় সাধারণ ডাইরী করেন। যার নং ১৪০২ তারিখ ২৬/০৪/১৬ ইং। উক্ত সাধারণ ডাইরী মুলে বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। যার নং পি-৪৬৬/১৬। উক্ত কোট পিটিশন বুনিয়াদে কোতয়ালি থানা পুলিশ আদালতের আদেশে উক্ত সম্পত্তিতে ১৪৪ ধারা জারি করেন। উক্ত ধারা উপেক্ষা করে শাহাজান বাবু ও তার স্ত্রী এবং তাদের সহযোগীরা গত ৫ মার্চ সকাল ১০ টায় লাহোর মীরের সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। লাহোর মীর ও তার পরিবার বর্গ ঠেকাতে গেলে তাদেরকেও খুন জখম করার প্রকাশ্যে হুমকী দেয়। শাহাজান বাবু ও তার স্ত্রীসহ তাদের সহযোগীদের দ্বারা লাহোর মীর ও তার পরিবার যে কোন সময় বড় ধরনের ক্ষতির শিকার হওয়ার আশংকা প্রকাশ করেছেন। শাহাজান বাবুর বিরুদ্ধে কোতয়ালি থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে লাহোর মীর নিশ্চিত করেছেন। লাহোর মীরের আবেদন সাধারণ ডাইরীভূক্ত করার পর তদন্তর দায়িত্ব দিয়েছেন অফিসার ইনচার্জ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here