যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পলাতক ৭ কিশোর উদ্ধার

0
247

নিজস্ব প্রতিবেদক : যশোর পুলেরহাটস্থ শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া ৮ কিশোর বন্দির মধ্যে মোট ৭জনকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে ৩জন এবং মঙ্গলবার ৩জনকে উদ্ধারের পর বুধবার মাইনুর রহমান সাকিব নামে আরো একজনকে বরিশাল থেকে যশোরে আনা হয়েছে।

কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন জানিয়েছেন, রোববার সাকিবকে বরিশাল আদালত থেকে যশোর কেন্দ্রে আনা হয়েছে। সে পালিয়ে গিয়ে বরিশালে চলে যায়। পরিবারের লোকজন তাকে কোর্টে হাজির করে। সংবাদ পেয়ে সেখান থেকে তাকে যশোরে নেয়া হয়েছে। এই নিয়ে মোট ৭জনকে উদ্ধার করা হয়েছে। বাকি আছে শাহ আলম শিকদার নামে এক বন্দি। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। সেখানে তার পরিবারের সাথে যোগাযোগ অব্যহত রয়েছে। তাকেও উদ্ধার করা সম্ভব হবে বলে তত্ত্বাবধায়ক জাকির হোসেন জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে শিশু উন্নয়ন কেন্দ্রের জানালার গ্রিল ভেঙে এবং মই বেয়ে হৃদয়, ফারদিন, আব্দুল কাদের, খুলনার রোহান গাজী, সোহাগ শেখ, নড়াইলের মুন্না গাজী, গোপালগঞ্জের শাহ আলম, বরিশালের মাইনুর রহমান শাকিব নামে ৮ কিশোর বন্দি পালিয়ে যায়।