যশোর সীমান্তে বিজিবি’র হাতে ৬টি তাজা বোমা ও ফেনসিডিল উদ্ধার গ্রেফতার-১

0
350

বিশেষ প্রতিনিধি : ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়ন এর অধীনস্থ পুটখালী ও পাঁচ ভূলট বিওপি’র টহলদল বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার গভীর রাতে আলাদা অভিযান চালিয়ে ৩শ’ ৭৫ বোতল ফেনসিডিল ও ৬টি তাঁজ বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় আলাদা মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি’র সূত্রগুলো জানিয়েছেন,পুটখালী বিওপি’র টহলদল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫ টায় গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ জনৈক তরিকুল ইসলামের বাড়ির পার্শ্বে নদীর পাড়ে বাঁশ ঝাড়ের নীচ হতে আকরাম হোসেন পিতা আবুল হোসেনকে ১৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন উদ্ধার করে। অপর দিকে, শুক্রবার গভীর রাত ১ টায় বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী বটতলা মাঠের মধ্যে থেকে ২শ’ ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। দৌলতপুর বিওপি’র একটি টহলদলা গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাত ১ টায় যশোর বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী বটতলা মাঠের মধ্যে হতে ১শ’ ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া, পাঁচ ভূলট বিওপি’র টহলদল শুক্রবার বেলা সোয়া ১১ টার পর সীমান্তে পিলার ১৭/৭ এসএর ১০২ পিলার হতে ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তওে শার্শা থানাধীন পাঁচভূলট গ্রামস্থ জনৈক মেহেদী হাসান পিতা খোরশেদ আলম এর রান্না ঘরের মাঠির নীচ হতে প্লাস্টিকের কৌটার মধ্যে লুকানো অবস্থায় ৫৬টি তাঁজা বোমা উদ্ধার করে। এ ঘটনায় মাদক আইনে বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here