যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার কামরুল ইসলাম বেনুকে স্ট্যান্ডরিলিজ

0
502

বিশেষ প্রতিনিধি : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সম্প্রতি নিযুক্ত ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনুকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত ১৩ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পার-২ অধিশাখার যুগ্ম সচিব একেএম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের উপ- পরিচালক ওএসডি (লিভ রিজার্ভ) ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনুর (কোড-৩৮৯৪৮) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কে সংযুক্তি আদেশ বাতিল করা হল। তবে কী কারণে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ককে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। শুধু জনস্বার্থে এ আদেশ দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এরআগে গত ৭ মার্চ ডাক্তার কামরুল ইসলাম বেনুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের পদে পদায়ন করা হয়। এক মাস ছয়দিন পরে ওই আদেশ বাতিল করে স্ট্যান্ড রিলিজ করা হলো সরকারপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাচিপ’র এই প্রভাবশালী এ নেতাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here