‘যুক্তরাষ্ট্র এক ইঞ্চি অগ্রসর হলে উ. কোরিয়া হামলা চালাবে’

0
331

ম্যাগপাই নিউজ ডেক্স : যুক্তরাজ্যে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত চই ইল বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের ওপর আক্রমণ চালাবে না। তবে যদি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার দিকে এক ইঞ্চি অগ্রসর হয় তাহলে আমরা হামলা চালাব।

গতকাল মঙ্গলবার স্কাইনিউজকে দেয়া তার প্রথম সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

চই আরো বলেন, উত্তর কোরিয়া কিম জং উনের নেতৃত্বে ষষ্ঠ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে প্রস্তুত। তবে কখন তার পরীক্ষা চালানো হবে তা নিশ্চিত করেননি চই।

তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে যুক্তরাজ্যে, নিজ দেশে নই, তাই সঠিক সময়সূচি জানাতে পারছি না। তবে আমাদের সর্বোচ্চ নেতার নির্দেশে যথা সময়ে এ পরীক্ষা চালানো হবে।’

এ নিয়ে যুক্তরাষ্ট্রে হুমকি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যদি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের হুমকিকে ভয় পেত। তাহলে পারমাণবিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কখনোই চালু করত না। বরং যুক্তরাষ্ট্রের হুমকিকে জবাব দিতে আমরা আমাদের সক্ষমতাকে আরো বৃদ্ধি করছি।’

কোরীয় উপদ্বীপে জাপান, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন নৌ মহড়ার কারণে এই অঞ্চলে দিন দিন উত্তেজনা বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here