যুগ উপযোগী শিক্ষা পারে বাংলাদেশকে আরো এগিয়ে নিতে

0
445

নিজস্ব প্রতিবেদক,কেশবপুর(যশোর) : যশোরের কেশবপুর উপজেলার বড় পাথরা মৎস্য জীবি সমবায় সমিতির নৃগোষ্টি শিক্ষার্থীদের  বৃত্তি, জেলেদের মৎস্য চাষের সরজ্ঞাম , গবাদি পশু ও আইডি কার্ড বিতরন করা হয়েছে ।
যুগ উপযোগী শিক্ষায় পারে বাংলাদেশকে আরো এগিয়ে নিতে। গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বড় পাথরা গ্রামে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক নৃগোষ্টি ৭৭ জন মেধাবী  শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান, জেলেদের খাঁচায় মৎস্য চাষের সরজ্ঞাম , গবাদি পশু ও আইডি কাড বিতরন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  এ সময় ১ হাজার ৯শ’২০ জন জেলেকে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে আইডি কার্ড বিতরন করা হয়।  এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা র্নিবাহী অফিসার শরীফ রায়হান কবিরের  সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,  মৎস্য জীবি  সমবায় সমিতির সভাপতি মনোহর গাইন,সাধারন সম্পদক শুনিল বৈরাগ্য,জয়দেব কুমার বৈরাগ্য প্রমুখ। পরে মন্ত্রী সুফলাকাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে কলাগাছি ঈদগাহ মাঠে ইউনিয়ন ভিত্তিক মেধা বৃত্তিপ্রাপ্ত ৩২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ২ জন অবসর প্রাপ্ত শিক্ষক,২জন শ্রেষ্ঠ শিক্ষক ও ২ জন অভিভাবককে সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মাষ্টার  সামাদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বত্তৃতা শেষে  সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here