রক্তনালীতে টিউমারই হয়েছে মুক্তামনির

0
409

নিজস্ব প্রতিবেদক: মুক্তামনির দ্বিতীয় বায়োপসির প্রতিবেদনেও রক্তনালীতে টিউমার ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে বায়োপসির নতুন এই প্রতিবেদনটি পাওয়া যায়। প্রতিবেদনটি দেখে মুক্তামনির রক্তনালীতে টিউমারের অস্তিত্বের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমরা আগে যা বলেছিলাম, নতুন রিপোর্টেও সেটাই এসেছে। মুক্তামনির রক্তনালীতে টিউমার হয়েছে।চিকিৎসা বিজ্ঞানে এটিকে হেমানজিওমা বলা হয়।’

গত ৮ আগস্ট মুক্তামনির প্রথম বায়োপসির রিপোর্ট হাতে পান চিকিৎসকরা। এই রোগটিকে বিরল রোগ বলা হলেও প্রথম বায়োপসি করার পর জানা যায়, তার রক্তনালীতে টিউমার (হেমানজিওমা) হয়েছে। পরে ১২ আগস্ট সকাল ৯টার দিকে মুক্তামনির অস্ত্রোপচার শুরু করেন ত্রিশ জনের বেশি একটি চিকিৎসক দল। অস্ত্রোপচার করে তার হাত থেকে তিন কেজি মাংসপিণ্ড ফেলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১২ জুলাই সাতক্ষীরার মুক্তামনিকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here