রাঙামাটিতে ফের পাহাড় ধস, যান চলাচল ব্যাহত

0
358

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে ফের পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে হালকা ও মাঝারী বৃষ্টির ফলে রাঙামাটির ঘাগড়া, সাপছড়িসহ রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়ে। এর আগে গত ১৩ জুন পার্বত্য জেলায় ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটে।

রাঙামাটির মানিকছড়ি উপজেলার ধেপ্যাছড়ি এলাকায় বিশাল একটি পাহাড় ধসে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ১ ঘণ্টা বন্ধ ছিল। খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগ সড়কের কর্মকর্তা ও কর্মচারীরা চেষ্টা চালিয়ে রাস্তার ওপর ধসে পড়া মাটি অপসারণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু মুছা জানান, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেশ কয়েকটি স্থানে পাহাড় ধস হয়েছে। মানিকছড়ির ধেপ্যাছড়ি এলাকায় বিশাল একটি পাহাড় ধসে চট্টগ্রাম- রাঙামাটি সড়কের ওপর পড়ে। এই পাহাড় ধসের ফলে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। যানবাহন চলাচল স্বাভাবিক হতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here