রাজগঞ্জের চন্ডিপুর স্কুল মোড় থেকে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে চোর আটক

0
494

উওম চক্তবর্তী : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চন্ডিপুর স্কুল মোড় থেকে একটি মোটর সাইকেল চুরি করে পালানোর সময় মোটর সাইকেল চোর সিন্ডিকেটের এক সদস্যকে হাতেনাতে ধরেছে পুলিশ ও স্থানীয় জনতা ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার রাজগঞ্জের চন্ডিপুর হাই স্কুল মাঠে ফুটবল খেলা চলাকালে একই উপজেলার গৌরিপুর গ্রামের ইবাদুল আলী খাঁর ছেলে হারুন অর রশীদ তাঁর ব্যবহৃত প্লাটিনা ১০০ সিসি মোটর সাইকেল (যশোর-হ-১৩-৭৮৮৮) টি রাস্তার ধারে ব্যবসায়ী টুটুলের গোডাউনের সামনে রেখে ফুটবল খেলা দেখছিলো ৷ এসুযোগে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য ফুলতলা থানার গাড়াখোলা গ্রামের মৃত জাকির শেখের ছেলে আক্তার হোসেন (৩৭) মোটর সাইকেলটি চুরি করে পালানোর সময় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য আকরাম হোসেন ও স্থানীয় জনতার হাতে মোটর সাইকেলসহ ধরা পড়ে ৷ এরপর সেখানকার উত্তেজিত জনতা ধৃত চোর আক্তারকে গনপিটুনি দেয় ৷ পরে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেন চৌধুরী সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে জনতা ধৃত চোরকে, তাঁর কাছে সোপর্দ করে ৷ পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে রেখেছে বলে পুলিশ পরিদর্শক সাংবাদিকদের জানান ৷
ধৃত চোর সিন্ডিকেটের সদস্য আক্তার পুলিশের কাছে স্বীকার করেছে, তাঁর সাথে যশোর কোতয়ালি থানার নরেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল খালেক সরদারের ছেলে শাহিন (৩৮) ও মোয়াজ্জেম (২৭) নামের দুই যুবক ছিলো ৷ তারা পালিয়ে যায় ৷
এঘটনায় হারুন অর রশীদ বাদী হয়ে তিন জনের নামে থানায় মামলা দায়ের করেছে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here