রাজগঞ্জের ঝাঁপার বাওড়ে মাছ করতে যেয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের অসাভাবিক মৃত্যু

0
451

নিজস্ব প্রতিবেদক : ঝাঁপা বাওড়ে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের অসাভাবিক মৃত্যু হয়েছে। জানাযায়, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন হানুয়ার বাওড় কান্দা পাড়ার সমছের দর্জির ছেলে হবিবর রহমান(৬৫) শনিবার সন্ধায় ডোংগায় চড়ে ঝাপার বাওড়ে পাতো জালে মাছ ধরতে যায়। রাত ৯টার বাজতে গেলেও সে বাড়িতে না আসাই পরিবার সহ আশপাশের লোকজন হবিবরকে বাওড়ের পানিতে খুজতে যায়। খোজাখুজির এক পর্যায় ডোংগায় থাকা ধরাট পানিতে ভাসতে দেখে। এ সময় লোকজন নিশ্চিত হয় ডোংগাসহ হবিবর পানিতে ডুবে গেছে। এর পর বাওড়ের পানিতে তার লাশ তল্লাশির জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। জেলেদের দিয়ে কচাল জাল টানার প্রস্তুতি নেয়। অনেকেই খেপলা জাল ফেলে ও মাছ ধরা কল ফেলে টানতে থাকে। রাত ১০টা ১০ মিনিটের সময় পানির নীচে তলিয়ে থাকা লাশের পরনের লুঙ্গিতে একটি কলের বড়শিতে বেঁধে যায়। কলের সুতালী টানলে পানির উপরে উঠে আসে লাশটি বলে তার পরিবার সুত্রে জানায়। এদিকে পানিতে ডুবে অসাভাবিক মৃত্যু দেখতে তাদের বাড়িতে রাতেই হাজার হাজার নারী পুরুষের ভীড় জমে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here