রাজগঞ্জে গনহত্যা দিবস পালিত

0
428

উত্তম চক্রবর্ত্তী : ২৫ মার্চ গনহত্যা দিবস। ৭১ এর এ দিনটি নৃশংসভাবে হত্যাষক্ষের কালোরাত। এ হত্যাষক্ষের কবলে পড়া ৮ জন নিরীহ বাঙ্গালীকে রাজগঞ্জ বাজারের বাওড় পাড়ে গনকবর দেওয়া হয়েছে। এই গনকবরে শোক যানাতে যান এলাকার আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি। এ সময় নিহতদের রুহের মাগফিরাতের জন্য ১ মিনিট নিরাবতা পালন করেন এবং নেতৃবৃন্দ গনকবরে ফুল প্রদান করেন। শনিবার দুপরে গনহত্যা দিবস পালন উপলক্ষে রাজগঞ্জ বাজারের মিলনায়তনে ডা: পরিমল কুমার সাধুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝাঁপা ইউনিয়ন চেয়ারম্যান সামছুল হক মন্টু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল লতিফ। আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোশারফ হোসেন খান, বঙ্গ বন্ধু সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক হাফিজুর রহমান দুলু, মেম্বর আব্দুর রশিদ, মেম্বর আব্দুর গফুর, সাহিত্যিক সন্তোষ কুমার দত্ত, জেলা মানবাধীকারের সভাপতি মামুনুর রশিদ লালটু। সন্ধায় গনকবরের পাশে মোমবাতি জালিয়ে গনহত্যাদের শোক বেদনা জানান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here