রাজগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে স্বাস্থ্য সহকারীর মৃত্যু:এলাকায় শোকের ছায়া

0
412

উত্তম চক্তবর্তী : যশোরের রাজগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে আঞ্জুমানার (৫২) নামের এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা দুইটার দিকে কর্মস্থল মণিরামপুরের নেহালপুর থেকে রাজগঞ্জ বাজারের বাড়িতে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. অনুপকুমার বসু তাকে মৃত ঘোষণা করেন৷
আঞ্জুমানারা উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী হিসাবে কর্মরত ছিলেন৷ তিনি সপ্তাহে দুই দিন (সোমবার ও বুধবার) উপজেলার মনোহরপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন৷ তিনি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশের আলমের স্ত্রী৷ আঞ্জুমানারার সহকর্মী রোকনুজ্জামান বাবুল বলেন, বুধবার দুপুরে আমি ও আঞ্জুমানারা উপজেলার পূর্বাঞ্চলে টিকা দেয়ার কাজ সেরে রাজগঞ্জে ফিরছিলাম৷ আঞ্জুমানারার দায়িত্ব ছিল নেহালপুরে৷ সে (আঞ্জুমানারা) ভাড়ায় চালিত কাশিপুর গ্রামের সিরাজের মোটরসাইকেলের পিছনে বসে বাসায় ফিরছিল৷ তাকে বহনকারী মোটরসাইকেলটি রাজগঞ্জের মোনহরপুর বিশ্বাসপাড়া বড় মসজিদের সামনে পৌঁছুলে একটি বিড়াল হঠাৎ সামনে এসে পড়লে, সাইড দিতে গিয়ে আঞ্জুমানারা পিছন থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়৷ পরে তাকে উদ্ধার করে ভ্যান যোগে হাসপাতালে আনার পথে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা কাশিপুর চাতাল মোড় থেকে আঞ্জুমানারাকে তাদের গাড়িতে তুলে হাসপাতালে আনে৷ সেখানে আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন৷ মণিরামপুর থানার এসআই জুয়েল রানা বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে৷ আঞ্জুমানারার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here