রাজগঞ্জে শান্তা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মিনা পারভীন ”এ আই আর এন” এর বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত

0
424

উত্তম চক্রবর্ত্তী: গুনগত, মানসম্মত কৃষি উপকরন কৃষকদের মাঝে পৌছায়ে দেওয়া ও তাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখা এবং চাষিদের চাষ কাজে সঠিক পরামর্শ দেওয়াসহ সার্বিক বিষয়ে সহযোগিতা করতে এ আই আর এন নামে একটি সংগঠন দেশের ৮১ টি উপজেলায় কাজ করে আসছে। সংগঠনের ৩ হাজার সদস্যের মধ্যে ৩শ জন নারী রিটেইলার এর মধ্যে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী শান্তা এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী মিনা পারভীন বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত হন। ভ্যাজাল মুক্ত বীজ, সার ও ফসলের রোগব্যধী মুক্ত বালাই নাশক সম্পর্কে চাষিদের মাঝে সঠিক ধারনা ও পরামর্শ দেওয়া এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকার ফসলের ক্ষেতে যেয়ে চাষিদের সঠিক বালাই নাশক প্রয়োগ করার নির্দ্দেশনা দেন তিনি। একজন নারী হয়ে কৃষি কাজের ক্ষেত্রে ব্যপক সফলতা দেখানোর ফলে মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা একাধিকবার তাকে পুরস্কৃত করেছেন। এবং তার সকল কাজের সার্বিক সহযোগিতা করে থাকেন মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। এদিকে মিনা পরভীন কৃষি কাজে ব্যপক সফলতা অর্জন করাই কৃষি অধিদপ্তর তাকে কৃষির উপর উন্নত মানের ট্রেনিং পেতে ২০১৬ সালে ব্যাংককে পাঠান । বিদেশ থেকে ট্রেনিং করে দেশে আসার পর মিনা পারভীন নারীদের দিয়ে কৃষির উপকরন তৈরী, প্রয়োগসহ সকল কাজ করাতে থাকেন। তিনি বর্তমানে দেশের ৮১ টি উপজেলার ৩শ নারী রিটেইলার এর প্রধান হয়ে কাজ চালাচ্ছেন। এদিকে নারীরা কৃষির উপর কাজ করে সফলতা অর্জন করছে। তাই ২০১৬ ও ২০১৭ সালে আমেরিকা ও ফ্রাস্ন থেকে ফরেনাররা রাজগঞ্জ বাজারের শান্তা এন্টার প্রাইজ এ পরিদর্শনে আসেন। এবিষয়ে শান্তা এন্টার প্রাইজ এর মালিক মিনা পারভীন বলেন, নারীরা গুটি ইউরিয়া সার তৈরী করছে, ঐ সার ধান ক্ষেতে রোপন করছে, কীট নাশক দমনে বালাই নাশক প্রয়োগ করছেন। নারীদের এ সকল কাজ দেখে বিদেশীরা খুবিই সন্তষ্টি প্রকাশ করেন। তা ছাড়া তারা কৃষির উপর বিভিন্ন কৃষকদের সাথে বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here