রাজগঞ্জ এলাকায় সরকারী রাস্তায় কয়েক বছর ধরে পড়ে আছে অসংখ্য মরা গাছ, আতংকে যেতে হয় পথচারীসহ যানবহন

0
816

উত্তম চক্রবর্ত্তী: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় সরকারী রাস্তায় কয়েক বছর ধরে পড়ে আছে অসংখ্য মরা গাছ । নষ্ট হয়ে যাচ্ছে ঐ সকল নামী দামী গাছ ,ফলে লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আর যে কোন মুহুর্তে গাছ গুলো রাস্তার উপর পড়ে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। সাধারন মানুষসহ সকল যানবাহন রাস্তা দিয়ে যাতায়াতের সময় আতংকে যেতে হয় তাদের কখন মরা গাছ গুলো ভেঙ্গে পড়ে। উপজেলার রাজগঞ্জ অঞ্চালের প্রায় ৮/১০টি রাস্তায় রেন্টি, মেহগনি,রোড শিমলু গাছ বিগত ৫/৭বছর ধরে মরে রয়েছে। গাছ গুলো সেই অবধি থেকে রাস্থায় মরা মুখ নিয়ে দাড়িয়ে রয়েছে। এদিকে সরকারী ভাবে সেই গাছ গুলো দেখার কেউ নেই। বর্তমানে গাছ গুলো শুকিয়ে যেয়ে বিক্রির অনুউযোগী হয়ে পড়েছে। রাজগঞ্জ বাজার থেকে খোর্দ্দ খেয়াঘাট সড়কে প্রায় ২/৩ শ গাছ । চিনাটোলা ফকির রাস্তা হতে রাজগঞ্জ শ্বশান ঘাট মোড় পর্যন্ত রাস্তার প্রায় ১ দেড়শ গাছের একই অবস্থা, রাজগঞ্জ থেকে যশোর পুলের হাট সড়কে রয়েছে প্রায় হাজারও গাছ, মনিরামপুর থেকে রাজগঞ্জ রাজার সড়কের একই অবস্থায় শুকনো গাছ গুলো দাড়িয়ে রয়েছে। এছাড়া এ সকল রাস্তায় পড়ে রয়েছে বিভিন্ন সময় ঝড়ে কিংবা হাল্কা বাতাসে পড়ে যাওয়া অনেক গাছ। এ মরা গাছ গুলো সংশি¬ষ্ট সরকারের কর্মকর্তাদের অবহেলার কারনে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here