রাজগঞ্জ ত্রলাকায় তিন দিনের ভারী বর্ষণে প্লাবিত এলাকা : ভেসে গেছে মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি

0
516
উত্তম চক্তবর্তী : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ত্রলাকায় নিম্ন চাপের প্রভাবে গত তিন দিনের ভারী বর্ষণ ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর মাছের ঘের , আমন ধান ত্ত ফসলের ক্ষেত । ধ্বসে পড়েছে অসংখ্য কাঁচা ঘর-বাড়ী । বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা । ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা, বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন । সাগরে গভীর নিম্ন চাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে এলাকার সর্বত্রই শুরু হয় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া । যাতায়াত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিম্নাঞ্চল পানিতে ডুবে বীজতলা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, মাছের ঘের ভেসে গেছে । অনেক এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে । সর্বোপরি দিন আনা দিন খাওয়া মানুষের কাজ না থাকায় আর্থিক সঙ্কটে পড়েছে তারা । চাষীরা তাদের কৃষি কর্ম আর ফসল নিয়ে রয়েছেন দারুন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে । এছাড়া প্রবল বর্ষনের কারণে অনেক আমন ধান পানির নিচে রয়েছে । টানা বর্ষনে প্রায় ২/৩ ফুট পানিতে ফসলি জমির ক্ষতে ডুবে থাকায় ফসলি জমির আমন ক্ষতের প্রায় পাকা ধান পানির নিচে রয়েছে । এ বিষয়ে মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ সরকার বলেন, প্রবল বর্ষনের আমন ধানের ক্ষতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে । আরো জানাগেছে, এদিক এলাকায় বহু মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে । ক্ষেতের ফসল পানির নিচে রয়েছে । রাস্তা ঘাটত্ত পানির নিচে ৷ একই সাথে বাওড় এলাকায় কিছু মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে বলে জানাগেছে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here