রাতের আকাশে আজ ঝরে পড়বে মিনিটে ৯০টা উল্কা

0
494

ম্যাগপাই নিউজ ডেস্ক : ফের এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। আজ শনিবার আকাশে দেখা যাবে উল্কাবৃষ্টি।
২০ থেকে ২২ অক্টোবর এই উল্কাবৃষ্টি দেখা যাবে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। আজ শনিবার রাতে আকাশেও দেখা যাবে এই দৃশ্য।

আকাশে চাঁদ না থাকায় এবারের উল্কাবৃষ্টি দেখা যাবে খুব স্পষ্ট। মহাজাগতিক এই ঘটনা দেখা যাবে গোটা বিশ্ব থেকে। বাদ যাবে না বাংলাদেশও।

মহাকাশে হ্যালির ধূমকেতুর ফেলে যাওয়া পাথর ও বরফের টুকরো থেকে দেখা যায় এই উল্কাপাত। তবে আকাশে চাঁদ উজ্জ্বল থাকলে প্রতি বছর সেই সুযোগ মেলে না। এই বছর শুক্লপক্ষের দ্বিতীয়া ও তৃতীয়াতে উল্কাবৃষ্টি হওয়ায় স্পষ্ট দেখার সুযোগ পাবেন মহাকাশপ্রেমীরা। প্রতি ৭৬ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে হ্যালির ধূমকেতু।

শেষবার তাকে দেখা গিয়েছিল ১৯৮৬ সালে। তারই ফেলে যাওয়া ধূলি ও বরফের কণা থেকেই হয় ওরিওনিড উল্কাবৃষ্টি। কণাগুলোর আকার বালিকণা থেকে ক্রিকেট বলের মতো। ফলে বায়ুমণ্ডলেই বিলীন হয়ে যাবে সেগুলো।

ঢাকার আকাশেও আজ শনিবার রাতে দেখা যাবে উল্কাবৃষ্টি। সূর্যাস্তের পর থেকে ছুটে আসতে দেখা যাবে উল্কাদের। আকাশ মেঘাছন্ন না হলে মিনিটে ৯০টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে। তবে আবহাওয়ার জন্য উল্কাপাত কতটা দেখা যাবে, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সূত্র: কলকাতা২৪.কম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here