রাশিয়ার সাথে নির্বাচনী প্রচারণা দলের যোগাযোগের কথা নাকচ করলেন ট্রাম্প

0
474

ম্যাগপাই নিউজ ডেক্স : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন, তিনি বা তার প্রচারণা শিবিরের সদস্যরা গত বছরের নির্বাচনী প্রচারণা চলাকালে রাশিয়ার সাথে যোগাযোগ করেননি। তিনি এ ধরনের ‘ভূয়া খবর’ প্রত্যাখান করে এর কঠোর সমালোচনা করেন।
এদিকে ট্রাম্প মাইকেল ফ্লিনকে সমর্থন জানিয়ে বলেন, দায়িত্ব গ্রহণের আগেই মার্কিন নিষেধাজ্ঞা নীতির ব্যাপারে রাশিয়ার দূতের সঙ্গে টেরিফোনে কথা বলে ফ্লিন কোন ভূল করেননি। বরং এক্ষেত্রে তথ্য ফাঁস করে দেয়ার মাধ্যমে আইন লঙ্ঘন করায় মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যদের দায়ী করেন ট্রাম্প।
হোয়াইট হাউজের বিশেষ সংবাদ সম্মেলন চলাকালে যুক্তরাষ্ট্রের এ নতুন প্রেসিডেন্ট এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণা চলাকালে তিনি বা তার প্রচারণা শিবিরের কোন সদস্য রাশিয়ার সাথে যোগাযোগ করেছেন কিনা সেব্যাপারে জানতে চাইলে ট্রাম্প দৃঢ়তার সাথে বলেন, ‘না, আমি জানি এব্যাপারে কেউ রাশিয়ার সাথে যোগাযোগ করেননি।’
ট্রাম্প বলেন, ‘আমিও রাশিয়ার সাথে কোন যোগাযোগ করিনি। সবই রাশিয়ার একটি কৌশল।’
এক্ষেত্রে নিউইয়র্ক টাইমস’র খবর সম্পূর্ণ বানোয়াট ও নিন্দনীয়। তাদের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের সদস্যরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে রাশিয়ার গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করেন।
ট্রাম্প বলেন, ‘এক্ষেত্রে সবই ভূয়া খবর।’ এ ধরনের খবর পরিবেশন করায় তিনি সংবাদমাধ্যমের কঠোর ভাষায় সমালোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here