লোহাগড়ায় দূর্বৃত্তদের হামলায় পরিবারে ৪ জন আহত

0
1237

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় পল্লী চিকিৎসকসহ একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়েছে। আহদের লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমঙ্গলহাটা গ্রামের পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার (২ মার্চ) রাত ১টার দিকে বাড়ির লোহার গেটের তালা কৌশলে ভেঙ্গে ৪-৫ জনের একদল দূর্বৃত্ত ঘরে ঢোকে রফিকুল ইসলাম (৪৪)কে ছ্যানদা দিয়ে এলাপাতাড়ি ভাবে কুপাতে থাকে। এ সময় ঠেকাতে গেলে দুর্বৃত্তরা রফিকুলের স্ত্রী রিমা বেগম (৩৬), ছেলে অনিক (১৭) এবং মেয়ে ঋতু খানম (১৪)কে কুপিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। রাতেই এলাকাবাসী তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দৃর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পার্শবর্তী গ্রাম খলিশাখালি থেকে কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের ইসরাফিল শেখের ছেলে নজরুল শেখ (৪০) ও লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত কুটিমিয়া শেখের ছেলে রবিউল শেখ (৩৮) কে এলাকাবাসী ধরে ফেলে লোহাগড়া থানায় সোপর্দ করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ওই ঘটনায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেন। মামলা নং ০১, তারিখ ০৩.০৩.২০১৭ইং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here