লোহাগড়ায় বানরের তান্ডবে শিশু ও মহিলাসহ আহত ১২ ॥ বানরটিকে পিটিয়ে হত্যা

0
706

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় একটি বানরের তান্ডবে শিশু ও মহিলাসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আহতদেরকে লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার (১ মার্চ) সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার মশাঘুনি, লক্ষ্মীপাশা, সিংগা ও কচুবাড়িয়া এলাকায় হঠাৎ একটি বানরের আগমন ঘটে। কোন কিছু বুঝে উঠার আগেই বানরটি মশাঘুনি গ্রামের শিশু নিরব (৫), সেলিম মিস্ত্রী (৪৭), বাঁকা গ্রামের ভ্যান চালক ফুলমিয়া (৬০), লক্ষ্মীপাশা গ্রামের মিরাজ ফকির (৫০), লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড. নেওয়াজ আহম্মেদ ঠাকুরের মা হালিমা বেগম (৭০), পদ্মবিলা গ্রামের সাগর মিয়া (৪৫), রাজুপুর গ্রামের জহুর মোল্যা (৫০)সহ কমপক্ষে ১২জনকে কামড়িয়ে গুরুত্বর আহত করেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বানরটি লোহাগড়ার নিরিবিলি পিকনিক স্পটের অরক্ষিত মিনি চিড়িয়াখানা থেকে খাদ্য সংকটের কারনে খাঁচা থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে কামড়িয়ে তান্ডব চালাতে থাকে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ভিষন আতংস্ক বিরাজ করছিলো। অবশেষে এলাকাবাসী বৃহস্পতিবার (২ মার্চ) সকালে পৌরসভার কালী মন্দির ঘাট এলাকায় প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় বানরটিকে পিটিয়ে মারে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here