লোহাগড়ায় বৈশাখী ভাতার দাবীতে শিক্ষকদের কালো ব্যাজ ধারন ও মানববন্ধন

0
797

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষকরা বৈশাখী ভাতার দাবীতে কালো ব্যাজ ধারন ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে নড়াইল-যশোর সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি ও লক্ষ্মীপাশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান,  কে টি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আফজাল হোসেন, বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সম্পাদক শহিদুল ইসলাম। বক্তারা অবিলম্বে বৈশাখী ভাতা ও ৫ ভাগ বেতন প্রবৃদ্ধিসহ দেশের সব বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবী জানান। দাবী মানা না হলে তারা কঠিন আন্দোলন করার ঘোষনা দেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here