শনিবার কুমিল্লা লেখক সাংবাদিক ফোরামের আলোচনা সভা সম্মাননা প্রদান কবিতাপাঠ অনুষ্ঠান

0
593

মনির হোসেন : আজ শনিবার লেখক সাংবাদিক ফোরাম কুমিল্লা উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে বিকাল ৩টায় কুমিল্লা নজরুল ইন্সিটিটিউট সম্মেলন কক্ষে ‘‘একুশের চেতনা রক্ষায় লেখক-কবি-সাহিত্যিক ও গণমাধ্যমের ভূমিকা’’ শীর্ষক আলোচনা সভা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা প্রদান এবং কবিতাপাঠ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের সাবেক বিচারপতি বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো: মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নূরুর রহমান,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্তমান কুমিল্লা প্রেস ক্লাবের আহবায়ক মাসুক আলতাফ চৌধুরী,সদস্য সচিব কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম রতন,দৈনিক রূপসী বাংলা সহসম্পাদক আরিফ অরুণাভ, স্বাগত বক্তব্য : লেখক সাংবাদিক ফোরাম কুমিল্লা সভাপতি মো: মনির হোসেন, সঞ্চালনায় : লেখক সাংবাদিক ফোরাম কুমিল্লা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন দামাল ও কবি শিপন হোসেন মানব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here