শনিবার দেশেই হবে মুক্তামনির অপারেশন

0
337

নিজস্ব প্রতিবেদক: মুক্তামনি, ফাইল ছবিবিরল রোগে আক্রান্ত মুক্তামনির চিকিৎসা সিঙ্গাপুরে নয়, বাংলাদেশেই হবে। আগামী শনিবার (৫ আগস্ট) তার অপারেশন হবে। এজন্য ১২ জন অভিজ্ঞ চিকিৎসকের একটি দল পুরোপুরি প্রস্তুত রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে সাংবাদিকদের এ তথ্য জানান বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। এসময় মুক্তামনির বাবা-মা সেখানে উপস্থিত ছিলেন। মুক্তামনি প্রায় এক মাস ধরে সেখানে ভর্তি রয়েছে।

ডা. সামন্ত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় মুক্তামনির খোঁজখবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তামনিকে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার বি কে টাং অস্ত্রোপচারে অপারগতা প্রকাশ করেছেন। কিন্তু এতে আমরা হতাশ হইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, মুক্তামনিকে তিনি হাসপাতালে দেখতে আসবেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই,মুক্তিমণিকে যেন সুস্থ করে তুলতে পারি।’

বুধবার প্রায় ২ ঘণ্টা বৈঠকের পর ১২ সদস্যের চিকিৎসক বোর্ড সিদ্ধান্ত নিয়েছে শনিবার অপারেশন করার।

বার্ন ইউনিটের ডা. তানভীর আহমেদ বলেন, ‘আমরা প্রথম অপারেশন শনিবার করবো। তবে অনেক কিছু এ অপারেশনের সঙ্গে জড়িত এবং এর ওপর নির্ভর করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here